ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে অধ্যক্ষ সাহেনা আক্তারের অফিস কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এ ব্যাপারে জানতে অধ্যক্ষ সাহেনা আক্তারকে মোবাইলে বার বার কল দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ডা. সাহেনা আক্তার মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলনে অংশ না নিতে নানা ভাবে হুমকি দিয়েছিলেন। তখন তিনি মামলার ভয়ও দেখান। দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির হুশিয়ারিও দেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ