রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে কলম বিরতি দিয়েছেন নকল নবীশ এ্যাসোসিয়েশন। গতক ২১/০৮/২০২৪ ইং থেকে ২২/০৮/২০২৪ ইং তারিখ সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি ও নিজ নিজ অফিসে অবস্থান পালন করেন।এসময় বক্তারা বলেন,নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন নকল নবিস কাজ করিয়া আসছি। কিন্তু দুঃখের বিষয় স্থায়ী রেকর্ড লিপিবদ্ধ করে ও আমরা অস্থায়ী। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, ৩টি মৌলিক অধিকার এবং পবিত্র ঈদ বোনাস, ভিন্ন ধর্মাবলম্বিদের ধর্মীয় উৎসব ভাতাদী সহ সরকারী যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নারী নকল নবিসগণ বিনা পারিশ্রমিকে মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন। নকল নবিস পদটি সৃষ্টির পর হতেই আমরা বিভিন্ন সময়ে চাকুরী স্থায়ীকরনের দাবী করে আসছি। ১৯৫৮ খ্রিঃ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজকোর্টসহ সরকারের অন্যান্য বিভাগের নকল নবিসদের চাকুরী স্থায়ী হলেও রেজিস্ট্রেশন বিভাগে কর্মরত নকল নবিসগণ বঞ্চিত। স্বাধীনতার পর হতে সরকারের বহু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নকল নবিসদের চাকুরী স্থায়ী করার জন্য আশ্বাস দিলেও আমরা অদ্যাবধি আলোর মুখ দেখতে পাইনি। বিগত ২১/০১/২০১৫ ইং তারিখে আইন মন্ত্রণালয় হত আর-৬/১এম-০২/২০১৩-১৯ নং স্মারকে স্থায়ী করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা এবং মহান জাতীয় সংসদে বার বার আশ্বাস দিয়েও তাহা বাস্তবায়নে আলোর মুখ দেখেনি। আপনার কাছে সবিনয় নিবেদন নকল নবিসদের রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করণ সহ সকল মৌলিক ও ন্যায্য দাবী সমূহ পূরণ করিতে আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ