চট্টগ্রামে বোয়ালখালীতে ধানি জমিতে এক ব্যক্তির (৪০) অজ্ঞাত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোড়ারবাগ গ্রামের সেবা খোলা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে (এই রিপোর্ট লেখা পর্যন্ত) লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, সেবা খোলা বিলের একটি ধানি জমিতে লাশটি পড়েছিলো। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বোয়ালখালী থানার উপপরিদর্শক ছোটন চন্দ্র দাশ বলেন, আমিসহ পুলিশের উপ-পরিদর্শক ফররুক আহমেদ মিনহাজ ও রেযাউল জাব্বার গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি।
নিহতের পরনে কালো গেঞ্জির উপর একটি মেক্সি পরা অবস্থায় ছিল। গলায় মেক্সির উড়না পেঁচানো অবস্থায় ছিল। মুখ ভর্তি কালো দাড়ি রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক রেযাউল জাব্বার বলেন, গলায় উড়না পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ মেরে ফেলেছে। লাশের ধরণ দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
লাশের পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাকিটা বলা যাবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ