রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় রংপুর জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমানের সৌজন্য সাক্ষাৎ করেছে। গত শুক্রবার বিকেলে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রংপুর জেলা সভাপতি হোসাইন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওসি মাসুমুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় জেলা সাধারণ সম্পাদক হামিদুর রহমান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, কল্লোল পরিচালক হাবিব উল্লাহ, মিডিয়া বিভাগের সহকারী পরিচালক শাহজালাল শ্রাবণ, স্থানীয় শিবির নেতা আক্তারুল ইসলাম, সোহেল রানা, বুলবুল হাসান, কল্লোল সহকারি পরিচালক মারুফ বিল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় তাঁরা দেশের সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা করেন। শিবিরের জেলা সভাপতি হোসাইন আহমদ পুলিশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘শিবির’ অন্যান্য রাজনৈতিক সংগঠনের থেকে ব্যতিক্রম। ইসলামী ছাত্রশিবির কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা সন্ত্রাসের রাজনীতিকে সবসময় ঘৃণা করি। আমরা পুলিশের অতীত ভুলে গিয়ে তাদেরকে আমাদের ভাই হিসেবে বুকে জড়াতে চাই। আমরাও আশা করি পুলিশ তাদের অতীত ভুলে গিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করবে।তিনি আরো বলেন, পুলিশ মাঠে মাদক কারবারিদের বিরুদ্ধে অ্যাকশন নিলে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা পুলিশকে সহযোগিতা করবে।