হিজলা প্রেসক্লাবের কমিটি গঠন বরিশালের হিজলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার বিকাল ৪ টায় হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রেসক্লাবের হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি দেলোয়ার হোসেন পুর্বের কমিটি বিলুপ্ত করেন।এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি পদে মোঃ সুমনুর রহমান সোহাগ ( দৈনিক যায়যায়দিন ও দৈনিক দক্ষিণাঞ্চল ), সাধারণ সম্পাদক পদে মোঃ দুলাল সরদার (দৈনিক বরিশাল ভোরের আলো )।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোঃ হানিফ দেওয়ান (ক্রাইম জনতা), সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম (বিজয় নিউজ), মোঃ নাসির উদ্দিন (৭১ বাংলা টিভি), মোজাম্মেল হক ভূইয়া (সংগ্রাম) মোঃ আলহাজ্ব সরদার (দৈনিক ইত্তেফাক (। যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন খান( ভোরের অঙ্গিকার ও মর্নিং পোস্ট) , সাংগনিক সম্পাদক হারুন গাজি (রুপালী বার্তা) দপ্তর সম্পাদক মনির মল্লিক ( আনন্দ টিভি ), প্রচার সম্পাদক পলাশ দাশ (ফটো সাংবাদিক মাই টিভি) ।
কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ দেলোয়ার হোসেন, প্রেমজিলাল দাস। সাধারণ সদস্য সেলিম রাড়ি, মামুন তালুকদার, মারুফ হাওলাদার, মিজান সরদার, হুমায়ুন কবির, আল আমিন প্যাদা, মোঃ রহমতুল্লাহ পলাশ, মোঃ জুলহাস, জাকির হাওলাদার ।