হিজলায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও এবছর দেখা গেছে ভিন্নতা। হিজলা জাতীয়তাবাদী দল বিএনপি কোন আনন্দ মিছিল বা শোভাযাত্রা না করে বর্তমান ঘটে যাওয়া বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণের কার্যক্রম পরিচালনা করেন।
এ উপলক্ষে পয়লা সেপ্টেম্বর সকালে হিজলা উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বন্যা কবলিত মানুষের মাঝে ট্রলার দিয়ে ঘুরে ঘুরে ত্রান সামগ্রী বিতরণ করেন।
এই ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন দপ্তরী সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় হিজলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন দেওয়ান বলেন বর্তমান সময়ে দেশে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে এতো অনেক মানুষ ক্ষুদার্থ, বাড়িঘর হারিয়ে অসহায় জীবনযাপন করছে তাই আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ মোতাবেক আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে কোন আনন্দ বা শোভাযাত্রা না করে শতশত অসহায় পরিবারের মাঝে কিছু উপহার সামগ্রী তুলে দিয়েছি। এতে করে তাদের কষ্ট কিছুটা লাগব হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ