ফরিদপুরের আলফাডাঙ্গায় দিন ব্যাপি নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর ( মঙ্গল বার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন” উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ ( ১ ম সংশোধিত) প্রকল্প ” এর আওতায় আয়োজন করা হয়।
পাট শিল্লের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সোনালী আশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন’র সভাপতিত্বে ও উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজওয়ান ইসলামের পরিচালনায় আরো
উপস্হিত ছিলেন,জেলা পাট উন্নয়ন অফিসার তারেক মো. লুৎফুল আমিন,উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, পল্লী উন্নয়ন অফিসার মো. হারুন অর রশিদ,প্রেস ক্লাব আলাফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা প্রেস ক্লাব দুলাল হোসেন তালুকদার প্রমূখ।