ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ নাজমুল হুসাইন আল মোবারক আ’লীগ নেতার কথায় হারানো চাকুরী ফিরত চান
আ’লীগ সরকারের নির্বাচিত সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান,এ্যাড,মমতাজুল হক ১২ ই ফেব্রুয়ারী২০২৩ সালে তাকে ঘিরে ডালিয়া নতুন বাজারে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দাওয়াতি মেহমান ছিলেন, মাওঃ নাজমুল হুসাইন আল মোবারক। তিনি পবিত্র কুরআন তিলাওয়াত করেন। তিলাওয়াত শেষে তিনি বলেছিলেন, আমি অনুষ্ঠানের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যেন অপসাংস্কৃতিক না হয়, এই বলে সালাম দিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়া দেরি, চাকুরী যাওয়া দেরি হয়নি। সেই সময়ের শাসক গোষ্ঠীদের বর্বরতায় মসজিদ কমিটিরাও ছিল অসহায়।
জানা যায়,২০১৮ সালের ৯ ই ডিসেম্বর থেকে তিনি ওই মসজিদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছিলেন স্পষ্টবাদি হক ও ন্যায় পারায়ণ। কেতাবি জ্ঞানের পাশাপাশি তিনি একজন ওয়ায়েজিনও বটে।
এ ব্যাপারে মাওঃ নাজমুল হুসাইন আল মোবারক বলেন, সেই দিন কি দোষ ছিল আমার ? আমি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছিলাম।যার দরুন সে আমার রিজিকের পেটে লাথি মেরেছে।
শুধু তাই নয় ইসলামীক ফাউন্ডেশনে চাকুরী করছিলাম সে চাকুরী থেকেও অপসারণ করিয়েছে। ফ্যাসিষ্ট জালিম সরকারের খুনি সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগষ্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে পলায়ন করায় তার দোসরদের ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়। যার ফলে দেশের নির্যাতিত অনেকে তারা তাদের দায়িত্ব ফিরত পায়। তাই আমি আমার দায়িত্ব ফিরত পেতে চাই আমাকে দেয়া হউক। এ ব্যাপারে ওই মসজিদে সভাপতি মোঃ ইলিয়াস আলী,সেক্রেটারী জাহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ সফিয়ার রহমান বলেন,আমরা বিষয়টি নিয়ে অনেক ভেবেছি, যার হক তাকে দেওয়াই উচিত। তার পরও আলোচনা করে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করছি।