বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভা গতকাল নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নতুন কমিটি ঘোষণা উপলক্ষে অনুষ্ঠানে নেতৃবৃন্দ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে চৌদ্দ দফা প্রস্তাব উত্থাপন করে। যার মধ্যে রয়েছে কালুরঘাটে নতুন সেতু অগ্রাধিকার দিয়ে নির্মাণ, নগরের বন্দর, পতেঙ্গা,অক্সিজেন, মোহরা চান্দগাঁও, উত্তর ও দক্ষিণ জেলায় আলাদা সরকারি হাসপাতাল নির্মাণ, আবাসিক এলাকায় গ্যাস সংযোগ প্রদান, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, চট্টগ্রামকে যানজট ও আবর্জনামুক্ত শহরে পরিণত করার উদ্যোগ গ্রহণ। সভায় লিখিত বক্তব্যে এসব দাবি উত্থাপন করেন উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। এর আগে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কার্যনির্বাহী কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর।
স্বাগত বক্তব্য দেন, নব–নির্বাচিত চেয়ারম্যান এস এম নুরুল হক। সভার শুরুতের জুলাই বিপ্লবে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং প্রধান উপদেষ্টাসহ বৃহত্তর চট্টগ্রাম থেকে মনোনীত উপদেষ্টামণ্ডলীকে অভিবাদন জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন, স্থায়ী পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল মতিন, প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, লাইলা ইব্রাহিম বানু, আবু হায়দার চৌধুরী আমজাদ, মুহাম্মদ রাশেদ, ডা. আকবর হোসেন ভুঁইয়া, মনজুরুল আলম, মাহফুজুল হক শাহ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া, অ্যাড. মাহফুজুর রহমান খান, প্রফেসর মনজুরুল কিবরিয়া, উপদেষ্টা ডা. আহমেদ সাইদ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম, কমান্ডার ইফতেখার হাসান, ডা. নাহিদা খানম শিমু, গোলাম হোসেন, আবদুল হালিম দোভাষ, ইঞ্জিনিয়ার আবদুল মুবিন, হাসানুজ্জামান চৌধুরী, অধ্যক্ষ এম ইব্রাহিম আকতারী, সিরাজুল ইসলাম চৌধুরী, আহমেদুল আলম চৌধুরী রাসেল,
যুগ্ম মহাসচিব অ্যাড. ফয়েজুর রহমান চৌধুরী, মুহাম্মদ মঈন উদ্দিন, এস এম সিরাজদৌল্লা, হাফেজ সালামতুল্লাহ, এম ওয়াহেদ মুরাদ, সাজেদুল হক হাসান, সাংগঠনিক সম্পাদক যিকরু হাবিবীল ওয়াহেদ, রকিবুল আমিন, সালাউদ্দিন আহমদ, ফরহাদ আলী, লায়ন মুহাম্মদ নুরুল আলম, সৈয়দ নাসির, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, নোমান উল্লাহ বাহার, কাশেম শাহ, অধ্যাপক বাহার উদ্দিন জুবাইর, শহিদুল ইসলাম, নুরুল আবছার, নুরুল ইসলাম রিপন, মুহাম্মদ আজম উদ্দিন, এম গোফরান চৌধুরী, নিশাত বিনতে ইব্রাহিম, ইঞ্জিনিয়ার মোখতার আহমদ, মুহাম্মদ আনোয়ার মিয়া, ডা. মাহবুবুল আলম, ডা. হানিফ খান জিলানি, আবু সাদেক ছিটু, হাসান সিকদার, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ রাসেল, রেজাউল করিম বেলাল, রিমন মুহুরী, মুহাম্মদ শাহজাহান, জাহিদা সুলতানা মঈন উদ্দিন হাসান সানজারী, অধ্যাপিকা নাসিমা আকতার রিনা, ইলিয়াস খান ইমু, হাফেজ আনিসুর রহমান, মাওলানা আব্দুন নবী হাক্কানী, আব্দুর রহিম তৈয়্যবী, লোবনা বিনতে আহমদ, বিপ্লব দাশ প্রমুখ।
পরে জসিম উদ্দিন চৌধুরীকে স্থায়ী পরিষদের সভাপতি, এস এম নুরুল হককে কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও এইচ এম মুজিবুল হক শাকুরকে মহাসচিব এবং যিকরু হাবিবীল ওয়াহেদকে সাংগঠনিক সম্পাদককরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।