চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি যে কোন ঘোষণা

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
37.8kভিজিটর

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির। কমিটিতে পদ পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপে আছেন চট্টগ্রাম দক্ষিনের নেতারা । ইতোমধ্যে অনেকে আগামীর কমিটিতে পদ নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করছেন।

বিভিন্ন সুত্রে প্রকাশ এস আলমের গাড়িকাণ্ডের পর গত ১ সেপ্টেম্বর রবিবার বিলুপ্ত করা হয় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি। একইসাথে পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত দক্ষিণ জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে ও কেন্দ্রে থেকে জানিয়ে দেওয়া হয়। একই দিন অপর এক চিঠিতে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, ১ নং যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়ার দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়। দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠির পর জেলা কমিটিতে পদ পদবি পেতে আগ্রহ দেখাচ্ছেন এক ডজনের মতো নেতা। অনেকে আবার ঢাকায় গিয়ে তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।

বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, আগামী কিছুদিনের মধ্যে ঘোষণা হতে পারে দক্ষিণ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি। এ কমিটিতে আহবায়ক পদে নাম শোনা যাচ্ছে বেশ কয়েকজন বিএনপি নেতার।
এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, দক্ষিন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সাবেক সহ-সভাপতি ইদ্রিছ মিয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, জেলা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আজিজুল হক, জেলা কমিটির সাবেক সহ-সভাপতি এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।

অপর দিকে সদস্য সচিব পদে আলোচনায় আছেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক যুগ্ম-আহবায়ক লিয়াকত আলী, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, সাবেক যুগ্ম সম্পাদক আসহাব উদ্দিন চৌধুরী।
এদিকে নতুন আহবায়ক কমিটির বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীন বলেন, ‘আগামী কিছু দিনের মধ্যে ঘোষণা হতে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি। তবে এ মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২ অক্টোবর ৬৫ সদস্যের দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটিতে নগর বিএনপির তৎকালীন সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান আহবায়ক ও বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খানকে সদস্য সচিব করা হয়েছিল। এর আগে সর্বশেষ ২০১০ সালের ২০ মার্চ দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। ওই কমিটিতে জাফরুল ইসলাম চৌধুরী সভাপতি ও অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x