গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদের টিসিবি'র পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় গত ১১ সেপ্টেম্বর উপজেলার নোহালি ইউনিয়নে টিসিবি'র পণ্য বিতরণের সময় ৪৭০ টাকার বিপরীতে ৫০০ শত টাকা নিয়ে পণ্য বিতরণের রশিদ দেয়া হয় এবং গোপনে একটি টিসিবি কার্ড জমা নিয়ে ১০০০ টাকা নিয়ে দুইটি পণ্যের রশিদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত চলতে থাকে একপর্যায়ে এলাকাবাসী শাহাজাহান, হাসান আলী, আব্দুল মান্নান, আরিফ হোসেন বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে পণ্য বিতরণ বন্ধ করে দেন। এ ব্যাপারে টিসিবি ডিলার মেসার্স রহিম ট্রেডার্স এর স্বত্বাধিকারী বলেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনা ঘটেছিল কিন্তু মীমাংসা হয়ে গেছে এটা আমাদের ভুল হয়েছে এ বিষয়টি উপস্থিত ইউপি সদস্য মিটিয়ে দিয়েছেন ও পরবর্তীতে আমরা টিসিবি পণ্য বিলি করতেছি, তিনি আরো বলেন যে লোক গুলো অতিরিক্ত টাকা নিয়ে কার্ড ছাড়া পন্য সংগ্রহের রশিদ দিয়েছিল তারা আমাদের লোক না তারা হচ্ছে যারা মাল উত্তোলন করতে গিয়ে টাকা দিয়েছে সেই ডিলার ( রব্বানী) ট্যাগ অফিসার উপস্থিত থাকার কথা জানতে চাইলে তিনি বলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের শাকিল নামের এক লোক এসেছিল এখন নাই সকালে এসেছে। ডিলার সাজু মাস্টার এর কাছে জানতে চাইলে তিনি বলেন যারা আপনাদেরকে সংবাদ দিয়েছে তাদের কাছে বক্তব্য নেন বলে মোবাইল কেটে দেন। এ বিষয়ে ভাই ভাই ট্রেডার্স মহিপুর বাজার এর স্বত্বাধিকারী গোলাম রব্বানী আপনার টাকা দিয়ে টিসিবি'র মালামাল উত্তোলন করেছেন এবং আপনার লোক দিয়ে মাল দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন ওখানে আমি কোন টাকা দেয়নি শুধুমাত্র লোক দিয়েছি। আব্দুল হালিম, মিলন মিয়া, আখতারুজ্জামানসহ ৯ জন লোক আমার আছে আমি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এভাবে চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না কাছে জানতে চাইলে তিনি বলেন যদি কোন টিসিবি ডিলার অনিয়ম করে থাকে তাদের বিরুদ্ধে বিধি মোতাবে ব্যবস্থা নেয়া হবে । উল্লেখ্য ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি চাল প্রতি ভোক্তাকে প্রদান করা হয় ৪৭০ টাকা ভর্তুকি মূল্যে উপজেলার ৯ টি ইউনিয়নে ২৬ হাজার ৭শ ৫৮ জন পরিবারের মাঝে প্রতিমাসে প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ