নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
33.3kভিজিটর

নওগাঁয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া, মিলাদ ও হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নওগাঁ শাখার অধ্যক্ষ মো. শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম মামুন, নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাফিউজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি হযরত মুহাম্মদ (স.) আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করবে তবেই ইহকাল ও পরকাল হবে শান্তি ও সুখের।

পরিশেষে সবার মঙ্গল ও মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দরুদ পাঠশেষে মোনাজাত পরিচালনা করেন নওগাঁ কাছারি মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো.আব্দুস সবুর। স্কুলে এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।#

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x