জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুতি পুরন করো, ঋন নয়, অনুদান প্রদান করো, যুদ্ধে খরচ কমাও জলবায়ু অর্থায়ন বাড়াও, জীবাশ্ম জ্বালানি নয়, জলবায়ু সংকট মোকাবেলায় অর্থায়ন করো, জলবায়ু ঋন নয়, জলবায়ু সংকট মোকাবেলায় কোন ভ্রান্ত সমাধান চাই না, জলবায়ু ঋণ বাতিল করো’ নানা স্লোগান নিয়ে বিশ্বম্ভরপুরে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্বম্ভরপুর
ভার্ডের ইয়ুথ প্রোগ্র্যাম অফিসার রনি বনিক
র্যালি উদ্ধোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংঘঠনের সভাপতি মোঃ মোবারক হোসেন সহ সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম, তারেক রহমান , রফিকুল ইসলাম ও আকাশ মিয়া
প্রমুখ।
পরে শিক্ষার্থীরা বিদ্যালয় সংলগ্ন সড়কে প্লাস্টিক বর্জ্য, পলিথিন অপসারণ করে।
"যাদুকাটা যুব একশন ফর লোকাল ডেভেলপমেন্ট"
সংঘঠনের প্রধান প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোবারক হোসেন বলেন, তরুণরাই পারে সমাজের অনেক পরিবর্তন করতে, জলবায়ু সংকট মোকাবেলা করতে তরুণদের উদ্যোগ এবং সচেতন হওয়ার বিকল্প নেই। আজকের এই অর্ধশত শিক্ষার্থীরা অঙ্গীকার করেছেন পরিবেশ ধ্বংস হয় এমন কোন কাজ করবে না, জলবায়ু মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। শিক্ষকরা যদি প্রতি ক্লাসে পরিবেশ এবং জলবায়ু নিয়ে আজ থেকে পাঠদানের অন্তর্ভুক্ত করে। তবেই নতুন প্রজন্মরা পরিবেশ বান্ধব একটা দেশ পাবে। এখন এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে।
রনি বনিক বলেন, শিক্ষার্থীদের নিয়ে এরকম ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা আনন্দের ছলে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন হয়। দেশের নদ-নদী,খাল-বিল, হাওর পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের বিষয় উচ্চাদালাতের রায় রয়েছে। ওই রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে পাঠদানের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সে চর্চা শুরু হয়নি। বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অন্তর্ভুক্ত করা হলে তরুণরা এখন থেকেই সচেতন হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ