চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ওয়ারিশ সনদের মূল্য কোথাও এক হাজার, আবার কোথাও এক হাজার ৫০০ নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত কোনো ফি না থাকায় এভাবে ইচ্ছামতো ফি নেওয়া হয় বলে অভিযোগ করছে স্থানীয়রা।
জানা যায়, ওয়ারিশ সনদের জন্য উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদে এক হাজার, পোপাদিয়া ইউনিয়ন পরিষদে এক হাজার ২০, শাকপুরা ইউনিয়ন পরিষদে এক হাজার, কধুরখীল ইউনিয়ন পরিষদে ৬০০, খরণদ্বীপ ইউনিয়ন পরিষদে ৫০০, আমুচিয়া ইউনিয়ন পরিষদে ৫০০, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন ৬০০, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে এক হাজার ও করলডেঙা ইউনিয়ন পরিষদে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।
চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের স্থানীয় বাসিন্দা মো. এজাহার মিয়া বলেন, ‘ওয়ারিশ সনদের জন্য এক হাজার টাকা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক বেশি হয়ে যায়।
২০০ টাকার মধ্যে হলে মোটামুটি ভালো হতো।’
সারোয়াতলী ইউনিয়ন পরিষদের বাসিন্দা মো.শহীদ বলেন, ‘আমরা দিনে এনে দিনে খাই। দিনমজুর মানুষ। ওয়ারিশ সনদ নিতে গেলে প্রতি সনদে এক হাজার টাকা করে দিতে হয় পরিষদে, যা আমাদের পক্ষে সম্ভব নয়।
পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা জানান, নিজ নিজ পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরাসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ওয়ারিশ সনদের ফি নির্ধারণ করা হয়।