গোপালগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে কাজ করবে পুলিশ - বলেছেন নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।।
এছাড়া গোপালগঞ্জ জেলাকে অতিতের মত শান্তিপূর্ণ জেলায় রুপ দিতেও কাজ করে যাবে জেলা পুলিশ প্রশাসন,, রবিবার (২২) সেপ্টেম্বর বিকালে পুলিশ সুপারের কার্যালয় হল রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।।
তিনি আরো বলেন- কিশোর গ্যাং মাদক নির্মুল করতে সব ধরনের ব্যাবস্থা নেবে পুলিশ প্রশাসন এছাড়া যারা ইভটিজিং এর সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং জেলায় থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে তবে এর জন্য প্রয়োজন সাংবাদিকসহ সমাজের মানুষের সহযোগীতা।।
তাছাড়া যেকোনো মামলায় কোনো সাধারন মানুষকে হয়রানি করা হবে না এটা নিশ্চিত।। তদন্ত সাপেক্ষ্যে প্রকৃত অপরাধীদের বিচার করা হবে।।
জেলায় যেকোনো চুরি ডাকাতি নিয়ন্ত্রনে কাজ করবে গোপালগঞ্জের পুলিশবাহীনি।।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মাদ সাজেদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার নানান অনিয়ম দুর্নীতিসহ সাধারন মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ