ব্র্যাক নওগাঁ জেলা শাখার সহোযোগিতায় “অধিকার এখানে, এখনই প্রকল্পের” উদ্যোগে সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ফুড প্যালেস কক্ষে ২১ ও ২২
সেপ্টেম্বর এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশিক্ষণ পরিচালনায় অংশগ্রহণ করেন
অধিকার এখানে, এখনই প্রকল্পের (আরএইচআরএন 2) এস আর এইচ আর স্পেশালিষ্ট প্রধান কার্যালয়ের জিসান মাহমুদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাবেদ ইকবাল,সহকারী পরিচালক মাহমুদ আকতার।
আরো উপস্থিত থেকে সহযোগিতা করেছেন ব্র্যাক অধিকার এখানে,এখনই (আরএইচআরএন২) প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সূত্রধর, রংপুরের ও ময়মনসিংহ প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর জিল্লুর রহমান, নওগাঁ ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার ফারজানা রেজা রুমি প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন পেতে যুব গোষ্ঠীকে সক্ষম করে গড়ে তুলতে সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণটি ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ের ০৬টি ইয়ুথ গ্রুপ থেকে ২৪ জন যুব প্রতিনিধির অংশগ্রহনের মধ্য দিয়ে উক্ত প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সংগঠনগুলোকে স্থায়ী সংগঠন হিসাবে গড়ে তুলতে উৎসাহ পাবে। ইয়ুথরা চেঞ্জমেকার/সমাজ পরিবর্তনকারী হিসেবে গড়ে উঠবে। সংগঠন নিবন্ধনের জন্য কি কি কাগজ তৈরি করতে হবে, কোথায় জমা দিতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা যাবে তার জন্য করনীয় কি হবে এবং সংগঠনটি নিবন্ধন করা হলে তার ভবিষৎ কি হবে, পরিচালনা কিভাবে করতে হয় এই সম্পর্কে ইয়ুথরা ধারনা লাভ করবে।
সাংগঠনিক উন্নয়ন প্রশিক্ষনের মাধ্যমে ইয়থদের দক্ষতা বৃদ্ধি, যুব উন্নয়ন ও ইয়ুথদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে এবং প্রাপ্ত স্বীকৃতি সামাজিক কল্যানে কাজ করার ক্ষেত্রে ইয়ুথদের উৎসাহ বৃদ্ধি পাবে।