চট্টগ্রামে বোয়ালখালীতে একটি দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরের বুড়ি পুকুর পাড় আদর্শ স্কুলের পাশের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক বশির আহমদ (৬৬) বাদী হয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, নামাজ পড়ার জন্য ওযু করতে গেলে চোর দোকানের ক্যাশের ড্রয়ারের তালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে সিসি ক্যামরার রেকর্ড করা ভিডিও থেকে অজ্ঞাত বিবাদীর একটি ছবি বের করি।
এর আগেও ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর একইভাবে দোকানের ক্যাশ থেকে ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর। দোকানদার বশির আহমদ বলেন, প্রতিদিনের মত আছরের নামাজ পড়ার জন্য ওযু করতে যাই।
এসে দেখি ক্যাশ বাক্স ভাঙা এবং ভিতরে থাকা ৪০ হাজার টাকা চুরি হয়ে গেছে। কীভাবে তালা ভেঙেছে তা জানা নেই। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্ত করে আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।