গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইক যাত্রী রেজওয়ান সরদার ২৫ নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ইজিবাইক চালক। পরিবারের লোকজন জানায়, আজ ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস, ঢাকা খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় পৌঁছালে,
বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে চাপা দেয়, এ সময় ঘটনা স্থলেই রেজনওয়ান শেখ নামে ইজি বাইকের যাত্রী ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নিহত রেজওয়ান সরদার, সদর উপজেলার বিজয়পাশা গ্রামের মাসুদ সরদারের ছেলে। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ