আজ ২৫ সেপ্টেম্বর রোজ বুধবার গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয় এর কনফারেন্স রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ও আনন্দময় পরিবেশে উদযাপনের উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির সম্মানিত সভাপতি ও সেক্রেটারিগণের সাথে নিরাপত্তাজনিত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ পূজা উদযাপন এবং মন্দির ও প্রতীমার নিরাপত্তা জনিত ইস্যুতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেন এবং এ সংক্রান্তে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় এ সংক্রান্ত সকল বিষয় মনোযোগ সহকারে শুনে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের নিরাপত্তাজনিত বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী ভূমিকা, সিসিটিভির কার্যকারিতা, সোশ্যাল মিডিয়া মনিটরিং এর উপযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধ এর গুরুত্ব, সরকারি নির্দেশনা মেনে চলা সহ অন্যান্য সুরক্ষাজনিত নিরাপত্তা সামগ্রী নিকটে রাখা এবং সার্বক্ষণিক বিট পুলিশ, থানা পুলিশ ও জেলা পুলিশের সাথে সমন্বয় রক্ষা করে সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।