শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের এয়ারপোর্ট থানাপুলিশের অভিযানে অটো রিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক কেয়ার একাডেমির উদ্যোগে  ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার উদ্বোধন অনুষ্ঠিত বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ‘ওসির নির্দেশে’ ছেড়ে দেওয়ার হলো মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন । চট্টগ্রাম শাহ আমানত সেতুর টোল আদায়ের ধীরগতি, যাতয়াতে দূর্ভোগ, ভোগান্তি –মোজাম্মেল হক চৌধুরী গোপালগঞ্জে কাশিয়ানী ৫৬৩ কেজি পলিথিন জব্দ ৫ ব্যবসায়ীকে জরিমানা! ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস বিজয় দিবসে গণকবরে মালা দেওয়ায়যুবলীগ কর্মী গ্রেপ্তার

গোপালগঞ্জে ব্যবসায়ীর নিকট থেকে রেড ক্রিসেন্টের অডিট অফিসার পরিচয়ে অর্থ আত্মসাৎ

লুৎফর রহমান গোপালগঞ্জ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
61.8kভিজিটর

গোপালগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অডিট অফিসার পরিচয় দিয়ে আনিচুর রহমান নামে এক ব্যাক্তি গোপালগঞ্জের উলপুর ইউনিয়নের খুচরা সার ও বীজ ব্যবসায়ী গাজী দেলোয়ার হোসেনের কাছ থেকে মোট ২১২৫০ টাকা আত্মসাৎ করেছেন। ব্যবসায়ী দেলোয়ার গাজী জানান গত ১৯ সেপ্টেম্বর বেলা বারোটার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্টের অডিট অফিসার পরিচয় দিয়ে আনিচুর রহমান আমার সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৩০১৬৪১৪০৮ থেকে যোগাযোগ করে। প্রথমে তিনি অসহায় ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ জন কৃষকের নাম,পিতার নাম ও জাতীয় পরিচয় পত্র চায় স্বল্প মূল্যে সাহায্য হিসাবে সার ও বীজ দেয়া হবে এমন আশ্বাস দিয়ে।

এর কিছুক্ষণ পর তিনি আবার আমার মোবাইল ফোনে কল করে বলেন, আপনি যদি চান তবে অসহায় ও কৃষকের সংখ্যা বাড়ানো যাবে যদি বিশ জন কৃষকের জন্য টাকা বিকাশ করে দেন। আমি সরল বিশ্বাসে তাকে মোট ২১২৫০ টাকা তার দেয়া একটি নাম্বারে বিকাশের মাধ্যমে প্রেরন করি। টাকা পেয়ে তিনি ওইদিন বিকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিট কার্যালয়ের গুদাম হতে সার ও বীজ প্রেরন করা হবে বলে জানান। কিন্তু বিকালে তিনি সার ও বীজ না পাঠালে আমার সন্দেহ হয়।

এরপর আমি তাকে বারবার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করতে পারিনি। ওই নাম্বারে কল দিলে ফোন বন্ধ বলে। আমি কোনো উপায় না পেয়ে পরবর্তীতে বৌলতলি পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ করি।

বৌলতলি পুলিশ ফাঁড়ির এসআই জাফর আমাকে টাকা উদ্ধার করে দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে গতকাল শুক্রবার পর্যন্ত আমি টাকা ফেরত পাইনি।
এ ব্যাপারে জানার জন্য গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার বিপ্লব বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু জানিনা।

শুনেছি গোপালগঞ্জ সদরসহ মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কিছু প্রতারণার ঘটনা ঘটেছে। যেহেতু পুলিশের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে সেহেতু পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে প্রতারক ও অর্থ আত্মসাতকারীকে আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে পারে।
টাকা উদ্ধারে বা ওই প্রতারক আনিচুরকে গ্রেফতার করার তৎপরতা চলছে কিনা তা জানতে চাইলে বৌলতলি পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ চেষ্টা চলছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x