শিরোনাম:
বোয়ালখালীতে সাপের কামড়ে ইস্কুল ছাত্রীর মৃত্যু বোয়ালখালীর বুড়া মসজিদের দানবাক্সে মিলল ৫ লাখ টাকাএম মনির চৌধুরী রানা বোয়ালখালী গোপালগঞ্জ শহীদ রথীনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সমাজ সেবা অফিস সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবীতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান প্রেসক্লাব আলফাডাঙ্গায় কালবেলার ২য় বর্ষপূর্তি উদযাপন  ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং অভিযোগের বোঝা নিয়ে উপ-উপাচার্য হওয়ার দৌড়ে ড. ইয়াকুব আলফাডাঙ্গা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হিজলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে বিশ্ব মান দিবস-২০২৪ পালিত

পঞ্চগড়ের জেমজুট কারখানার বেতন বৃদ্ধির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
13.7kভিজিটর

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় যে তারা। দীর্ঘদিন যাবত এই বেতন বৃদ্ধির দাবিতে কারখানা  কর্তৃপক্ষের প্রোডাকশন ম্যানেজার আ: বাসেত এবং কারখানা পরিচালক হুমায়ুন আহমেদ সহ সকলের সাথে  আলোচনা করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোনরকম আশানুরূপ  ফলাফল পাননি।

যার ফলে গতকাল ২৯ সেপ্টেম্বর বিকাল ৪ঃ০০ টা থেকে মিলের ভিতরে আন্দোলন শুরু করে এবং সন্ধ্যার পরে আন্দোলনরত শ্রমিকরা জেমজুটের সামনের এশিয়ান হাইওয়ে রাস্তা অবরোধ করে বেতন  বৃদ্ধির দাবিতে  বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি  হওয়ায় ৮-ঘন্টা ডিউটি করে ১৮০ টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে  তাই শ্রমিকরা বেতন ১৮০ টাকা থেকে উন্নীত করে সর্বনিম্ন বেতন ৩০০শত টাকা করার দাবি জানান। তারা আরো বলেন কারখানা সপ্তাহের ছয় দিন খোলা রাখতে হবে এবং বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।

রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের এক পর্যায়ে। হাইওয়ে পুলিশ এসে তাদের সাথে কথা বলেন এবং রাস্তা থেকে সরে যেতে বলেন । কিন্তু আন্দোলনরত শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যায়। পরবর্তীতে বোদা উপজেলা প্রশাসন সহ দায়িত্বরত সেনাবাহিনীর টিম ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন  এবং আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেন। তাদেরকে রাস্তা থেকে সরে কারখানার ভেতরে অবস্থান করতে বলেন এবং সেনাবাহিনী আরো বলেন তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। এরপর শ্রমিকরা সেনাবাহিনীর কথায় একমত হয়ে রাস্তা ছেড়ে দেন এবং মিলের ভিতরে অবস্থান করেন এরপর রাস্তায় যানবাহন  চলাচল স্বাভাবিক হয় ।

এরপর সেনাবাহিনীর দায়িত্বরত  কমান্ডার এবং উপজেলা প্রশাসক কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং শ্রমিকদের যৌক্তিক দাবি গুলো মেনে নিয়ে কারখানা সঠিকভাবে পরিচালনা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x