শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের টুংঙ্গীপাড়ায় লিফলেট বিতরণে বাঁধায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ট্রলি চালককে জরিমানা বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে চার ফার্মেসিকে জরিমানা আলফাডাঙ্গা সমাজসেবা কর্মকর্তা অফিস করেন বাসায় মহাদেবপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মে বিক্ষোভ সমাবেশ   গোপালগঞ্জ বাসের সঙ্গে ইট বোঝাই ট্রলির সংঘর্ষ-নিহত ১আহত১০! চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শান্তিগঞ্জ পুলিশের অভিযানে সাবেক পরিকল্পনামন্ত্রী’র ব্যক্তিগত সহকারি জুয়েল গ্রেপ্তার,হাবিল কাবিল এখনো ধরাছোয়ার বাহিরে বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে উত্যেক্ত করার প্রতিবাদ করায় বখাটে জয়কুলের লাথির আঘাতে মায়ের গর্ভের দুই সন্তান নিহতের ঘটনায় গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কালিকুটি নাজিমিয়া মদীনাতুল উলুম দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী :

পঞ্চগড়ের জেমজুট কারখানার বেতন বৃদ্ধির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
50.7kভিজিটর

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় যে তারা। দীর্ঘদিন যাবত এই বেতন বৃদ্ধির দাবিতে কারখানা  কর্তৃপক্ষের প্রোডাকশন ম্যানেজার আ: বাসেত এবং কারখানা পরিচালক হুমায়ুন আহমেদ সহ সকলের সাথে  আলোচনা করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোনরকম আশানুরূপ  ফলাফল পাননি।

যার ফলে গতকাল ২৯ সেপ্টেম্বর বিকাল ৪ঃ০০ টা থেকে মিলের ভিতরে আন্দোলন শুরু করে এবং সন্ধ্যার পরে আন্দোলনরত শ্রমিকরা জেমজুটের সামনের এশিয়ান হাইওয়ে রাস্তা অবরোধ করে বেতন  বৃদ্ধির দাবিতে  বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি  হওয়ায় ৮-ঘন্টা ডিউটি করে ১৮০ টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে  তাই শ্রমিকরা বেতন ১৮০ টাকা থেকে উন্নীত করে সর্বনিম্ন বেতন ৩০০শত টাকা করার দাবি জানান। তারা আরো বলেন কারখানা সপ্তাহের ছয় দিন খোলা রাখতে হবে এবং বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।

রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের এক পর্যায়ে। হাইওয়ে পুলিশ এসে তাদের সাথে কথা বলেন এবং রাস্তা থেকে সরে যেতে বলেন । কিন্তু আন্দোলনরত শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যায়। পরবর্তীতে বোদা উপজেলা প্রশাসন সহ দায়িত্বরত সেনাবাহিনীর টিম ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন  এবং আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেন। তাদেরকে রাস্তা থেকে সরে কারখানার ভেতরে অবস্থান করতে বলেন এবং সেনাবাহিনী আরো বলেন তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। এরপর শ্রমিকরা সেনাবাহিনীর কথায় একমত হয়ে রাস্তা ছেড়ে দেন এবং মিলের ভিতরে অবস্থান করেন এরপর রাস্তায় যানবাহন  চলাচল স্বাভাবিক হয় ।

এরপর সেনাবাহিনীর দায়িত্বরত  কমান্ডার এবং উপজেলা প্রশাসক কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং শ্রমিকদের যৌক্তিক দাবি গুলো মেনে নিয়ে কারখানা সঠিকভাবে পরিচালনা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x