চট্টগ্রামে বোয়ালখালী জামায়াতের আমির ডা.খোরশেদুল আলম বলেছেন, সবাইকে নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। কে কোন ধর্মের মতের মানুষ তা বড় বিষয় নয়, বড় কথা হলো আমরা বাঙালি। আজ বিকেলে উপজেলার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে অপরিসীম ভূমিকা রাখেন সাংবাদিকরা। বিগত দীর্ঘ সময় ধরে উন্মুক্তভাবে জামায়াত ইসলামী সাংবাদিকদের সাথে কাজ করতে পারেনি। আমরা আপনাদের সাথে আছি।
আপনারা সমাজের দোষত্রুটি তুলে ধরেন এবং পরামর্শ দিন।উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. আবু নাছের, বায়তুলমাল সম্পাদক আবদুল মান্নান, জামায়াত নেতা মো.জাহাঙ্গীর আলম, সাইদুল আলম, রফিকুল ইসলাম খসরু প্রমুখ।
এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।