৭ অক্টোবর সকাল ১১ টায় প্রেসক্লাব হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুরুতেই সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার।
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয় ৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কতিবয় ব্যক্তি বিএনপি'র সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্র চালায়। উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, ও সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন এর বিরুদ্ধে।
এমনকি বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ধর্ষণ, লুটপাটসহ নানা ধরনের অভিযোগ দায়ের করে। আনিত অভিযোগের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে তাদের দাবি।
এছাড়াও লিখিত বক্তব্যে বলা হয় জাতীয় দৈনিক যুগান্তর প্রথম আলো , সমকালসহ স্থানীয় অনেক পত্রিকায় সাংবাদিক বন্ধুদের ভুল তথ্য দিয়ে লুটপাট ভাঙচুর সহ নানা ধরনের সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন
উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ