নীলফামারী কিশোরগঞ্জে মণ্ডপ গুলোতে চলছে দূর্গাপূর্জার শেষ প্রস্তুতি।বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। এই উৎসব ঘিরে কিশোরগঞ্জ উপজেলার মণ্ডপ গুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। অনেক জায়গায় এখন চলছে মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ, যা আজকের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।
বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দেবাশীষ সরকার দেবা ( সহ সাংগঠনিক সম্পাদক) বলেন,এবার কিশোরগঞ্জ উপজেলায় মোট ১২০ টি মণ্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে।এছাড়া এবারে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে হবে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যেন কোন উদ্বেগ-উৎকণ্ঠা কাজ না করে।
ইবনে সাঈদ সুজন (সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ উপজেলা বিএনপি) তিনি বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর করতে প্রতিটি মণ্ডপে বিএনপি নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে যেন সনাতনীরা দুর্গাপূজা করতে পারে, সেজন্য বিএনপি মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম করেছে। ।
এছাড়া স্থানীয় বিএনপি ও জামাত ইসলামী আরও অন্যান্য ইসলামীক রাজনৈতিক দলসমূহ,আইনশৃঙ্খলা বাহিনী সমূহ নিরাপত্তা আস্বাস প্রদান করেছে।
এছাড়া কামাড়পাড়ার সুশীল রায় বৈশ্য বলেন,এবার হিন্দু বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন দোলায় চেপে, ফিরবেন ঘোটকে (ঘোড়া) চড়ে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ