ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে পৌরশহরের মেজবানি হোটেল এন্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের পদ্মা বিভাগীয় কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, থানার পরিদর্শক ( তদন্ত) মো. মজিবর রহমান, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম আমিন,কবি গাজী শামসুজ্জামান খোকন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, মো. শেখ আতিকুল ইসলাম, কাজী সেলিমুজ্জামান সেলিম, সাইফুল ইসলাম স্বপন, মো. নুর হোসেন নুর মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী শেখ আনিসুজ্জামান, বাউল কবি শাহাদাত হোসেন, রোকনুজ্জামান বকুল, মো. আলী রেজা মিয়া, খান মো. আলমগীর হোসেন পিয়ার, বিলায়েত হোসেন, নির্মান শ্রমিক নেতা মো. বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।