ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজসেবক দানবীর সুবাস সাহার বাড়ি দূর্গাপূজায় অসহায় হতদরিদ্রদের মাঝে অন্ন বস্ত্র ও অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার মহাষষ্ঠী মধ্যদিয়ে দূর্গা পূজার মূল পর্ব শুরু হয়। অষ্টমী ও নবমীর দিনে দর্শনার্থীদের ভীর চোখে পড়ার মতো ছিল। দূর্গাপূজা শুরুর প্রথম দিন থেকে তিনি অসহায় ব্যক্তিদের মাঝে এ অন্ন, বস্ত্র ও নগদ টাকা বিতরণ করেন। দূর্গাপূজা চলাকালীন সময়ে তিনি তাঁর বাড়িতে আসা সকল মানুষের জন্য উন্নত মানের খাবার ব্যবস্থা করেন । সুবাস সাহার এক ছেলে সুব্রত সাহা ও মেয়ে মিতা সাহা দুই ভাই বোন আমেরিকা প্রবাসী। তাদের জন্য তিনি সকলের কাছে আশির্বাদ ও দোয়া চেয়েছেন। সুবাস সাহা সারা বিশ্ব বাসির শান্তি কামনা করেন।
এসময় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুবাস সাহার সভাপতিত্বে অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, সাবেক চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম নাজির, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান চান, নজমা জামান, বিশিষ্ট ব্যবসায়ী মিন্ঠু দাস, অমৃত সাহা, বিপ্লব পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।