শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গেপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত নওগাঁ এডুকেশন  ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী; স্থাপন বন্ধের দাবী চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক এয়ারপোর্ট থানাপুলিশের অভিযানে অটো রিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক কেয়ার একাডেমির উদ্যোগে  ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার উদ্বোধন অনুষ্ঠিত বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ‘ওসির নির্দেশে’ ছেড়ে দেওয়ার হলো মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ।

নওগাঁয় খাস জমি দখল করে  অফিস ঘর নিমার্ণ:একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ

সুবীর দাস নওগাঁ প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
39.7kভিজিটর

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী গ্রামের ইয়াদ আলী মোড় এলাকায় চলাচলের রাস্তা না দিয়ে জোরপূর্বক খাস জমি দখর করে দলীয়  অফিসঘর নিমার্ণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সেনা ক্যাম্প,সড়ক বিভাগ ও এসিল্যান্ড অফিসে লিখিত অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে৮ জনের নাম উল্লেকসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানয় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই এলাকার বাসিন্দা নুরজাহান বেগম। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর  নওগাঁ-সান্তাহার সড়কের দক্ষিণ পাশে নয়নজলি সংলগ্ন দোগাছিয়া মৌজার জেএল নং ২৩০ খতিয়ান নং ৩৬৪ ও দাগ নং ৯৬এর খাস সম্পত্তিতে বড় বড় গাছ কেটে স্থানীয় বিএনপি নেতা বোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাপুর এলাকার  মোস্তাফিজুর রহমান,একই এলাকার আফজাল হোসেনের ছেলে মকছেদুল,আব্দুল আজিজ ও শফিকুল ইসলাম,লিলা হোসেনের ছেলে সুবির, হেলাল, অবির এর ছেলে মাহফুজ ও মাসুদ রানা আব্দুল ফজলের ছেলে বিল্পবসহ অজ্ঞাতনামা আরো ৭থেকে ৮জন জায়গাটি দখলে নিয়ে দলীয় কার্যালয় করার জন্য অবৈধভাবে ঘর নিমার্ণ কাজ শুরু করে।

এতে করে  বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় নুরজাহানের । নওগাঁ সদর উপজেলা ভ্থমি কর্মকর্তা(এসিল্যান্ড) বরাবর অভিযোগ করলে তিনি জায়গাটি পরিদর্শন করেন এবং ২০ শতক খাস সম্পত্তি নিশ্চিত হয়ে কাজ বন্ধ রাখার জন্য মৌখিক ও পরে নোঠিশ করেন। নোটিশের  তোয়াক্কা না করে তারানিমার্ণের কাজ অব্যাহত রাখে।তারা বাদীকে হুমকি ও মিথ্যা মামলা দেয়ার ভয়-ভীতি দেখায়। 

অভিযোগ রয়েছে পুরাতন একটি পাইকর সহ প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে নেয় তারা। খোঁজ নিয়ে জানা যায়,নুরজাহানের বাড়ির পশ্চিম,দক্ষিণ ও পূর্ব দিকে বের হওয়ার কোন উপায়নেই। শুধুমাত্রাউত্তর দিক গোরস্থানের পাশ দিয়ে ওই খাস জমির উপর সড়কে সংযোগ করে চলাচল করতে পারবে।

অভিযোগকারী স্কুল শিক্ষক নুরজাহান বেগম বলেন,অবৈধ নিমার্ণ কাজে বাধা দিলে আমাকে বিভিন্ন ধরণের ভয়-ভীতি,হুমকি-দামকি দেয়া হচ্ছে।এই নয়নজলি ও খাস জায়গার দক্ষিণ পাশে আছে খাস জায়গা আর এর সঙ্গে রয়েছে আমার বাড়ি। কিন্তু নয়নজলির উপর দিয়ে রাস্তা করা ছাড়া আর কোন পথ নেই। অবৈধ নিমার্ণ করলে আমার বাড়িতে যাওয়া আসার একমাত্র পথ বন্ধ হয়ে যাবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে নিরসনের জন্য প্রশাসনসহ সকলের কাছে জোর দাবী জানাচ্ছি।

এব্যাপারে অভিযুক্তদের মধ্যে শফিকুল ইসলাম জানান,৯৮ ও ৯৭ দাগ এই জমি।৯৮দাগ ১৭শতক।এর মধ্যে৫ শতক খাস ও ১২ শতক মালিকাধীন। ১২ শতকের মধ্যে ১ শতক আমাদের কেনা আছে।আর ১ শতকের পেছনে আছে কবরস্থান।এর মালিক সেলিমগণ।

 তার পেছনে জায়গা গাবতলী মিশিনারীজের। পূর্বদিকে নুরজাহান ও তার দুই ভাই মিলে জায়গা কিনে বাড়ি করেছেন। পশ্চিম দিকে মোতালেবের বাড়ি। নুরজাহানের এই জায়গার পেছনে কবরস্থান,এরপর গাবতলী মিশিনারীজের জায়গা।

নুরজাহানসহ দুই ভাইয়ের রাস্তা তার বাড়ির সামনে দিয়ে। শুধু মাত্র আমাদের হয়রানী করার জন্য এই অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x