বরিশাল জেলার হিজলা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও গণস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে রেলি করা হয় রেলিটি উপজেলা প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাঁচা শিক্ষার্থীদের কে নিয়ে হাত ধোয়া দিবস পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা গণস্বাস্থ্য কর্মকর্তা প্রণব বৈদ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ দুলাল সর্দার, ক্ষুদ্র মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জহির রায়হান,ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রশিদ, এছাড়া বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের কে হাত ধোয়া দিবসে কিভাবে হাত ধৌত করতে হয় নিয়ম-নীতি নিজ হাতে শিখিয়ে দেন ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ