রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় যানজট নিরসনের দাবি তুলে ধরে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হলে গঙ্গাচড়া সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বিষয়টিকে আমলে নিয়ে ফুটপাত দখল মুক্ত ও যানজট নিরসনের বাজার মনিটরিং করেন।বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি’র সাথে গঙ্গাচড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসন, গঙ্গাচড়া মডেল থানা পুলিশ, স্থানীয় সাংবাদিকবৃন্দ।বাজার ব্যবস্থাকে সু-শৃঙ্খলের অংশ হিসেবে দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্ত অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে ফল ব্যবসায়ী আসাদুল হককে ২৫০০ টাকা এবং মূল্যতালিকা না থাকা ও ফুটপাতে জালানি তেলের ড্রাম রাখার অপরাধে জাহাঙ্গীর স্টোরকে ২৫০০ টাকা জরিমানা করেন। ভুটকা মোড় সংলগ্ন রাজিন স্টোর ফুটপাত দখল করে গ্যাসের বোতল ও পাইপ এবং রিমন স্টোরের ফ্রিজ জব্দ করেন।সহকারী কমিশনার (ভূমি) এরকম ইতিবাচক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে এলাকার সচেতন মহল ও ব্যবসায়ীরা বলছেন, আমাদের নিজে থেকে সচেতন হওয়া প্রয়োজন। আমাদের বাজারকে যানজট মুক্ত ও দ্রব্যমূল্যের তালিকা টাঙ্গানোসহ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বিধানের দায়িত্ব আমাদেরকেই নিশ্চিত করতে হবে।এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, আমরা যানজট নিরসন এবং পণ্য ক্রয় বিক্রয়ে স্বচ্ছতা বিধানের লক্ষ্য হিসেবে সকলের অবগতির জন্য আজকের কর্মসূচি একটি ম্যাসেজ। প্রয়োজনে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ