রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার আলমবিদিতর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনোয়ারুল ইসলাম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ।২০ অক্টোবর রবিবার উপজেলার পাইকানপাড়া এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি এ আদেশ দেন।আনোয়ারুল ইসলাম উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মন্ডলের হাট গ্রামের মৃত আনসার আলী ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকানপাড়া এলাকায় ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে আনোয়ারুল ইসলাম অবৈধভাবে বালু উত্তোলন করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন,পাইকান পাড়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।