এক বিষন্ন শরৎ কেটে,
হেমন্তের প্রহেলিকায় মন
যেতে চাই নীহার গহীনে,
তুষারভেজা রাত হৃদয়ে-
কম্পন মেতেছে সুরেলা হিম পবনে।
হিমেল মৃদু বাতায়নে প্রকৃতি
ডুবে যায় অশেষ মিলনে,
নিশীথে অল্প তুষার ক্ষণে,
নিঃসঙ্গ একেলা মনে।
যদি মন চাই চলে এসো
তুমি এই হৃদয় আঙিনায়,
আমি চিরদিন থাকবো বসে
শুধু তোমারই অপেক্ষায়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ