ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টায় বেলবান উচ্চ বিদ্যালয়ে মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রতন হাদী সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন পরিচালনায় বক্তব্য রাখেন,
ফরিদপুর ১ আসন (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি) মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি বোয়ালমারী সরকারি কলেজ সংসদ ও সাবেক উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দিন ঝুনু মিয়া,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন,বোয়ালমারি উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, সাবেক বিএনপি যুগ্ম-সম্পাদক আহমেদ শিকদার,ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হিমায়েত হোসেন,পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান মিজা,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. ইমরুল হাসান,
স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজ খান ও সদস্য সচিব আমির হোসেন, শ্রমিক ইউনিয়নে সভাপতি ইয়াদ আলী, উপজেলা মৎসজীবীদলের আহবায়ক মোঃ. লায়েকুজজামান,ছাত্রদলের সদস্য সচিব বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বক্তব্যে বলেন, স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এ দেশের মানুষের অনেক রক্ত ও জীবন দিতে হয়েছে।আমাদের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে।খুনী হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও তার দোসরা এখনোও বিএনপি’র বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।
আমাদের সকলের দুর্নীতি অনিয়ম ও খুনি হাসিনার দোসরদের সকল চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশ নায়ক তারেক হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ