চট্টগ্রামের বোয়ালখালীতে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই পুড়ে গেছে সিএনজিচালিত একটি অটোরিকশা। এ সময় উড়ে গেছে গাড়িটির যন্ত্রাংশ। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌরসদরের বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং গেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের রেল ক্রসিং গেটের কাছে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। মূহুর্তেই পুড়ে যায় গাড়িটি। উড়ে গেছে গাড়ির যন্ত্রাংশ। তবে গাড়িতে চালক ও যাত্রী ছিল না। চালক সম্ভবত গাড়িটি রেখে চা-নাস্তা খেতে দোকানে গিয়েছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ