ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামে অধরা পাঠাগার কার্যালয়ে দশম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সোমবার (২১ই অক্টোবর) সন্ধ্যা ৬:৩০মিনিটে পাঠাগার প্রতিষ্ঠাতা “আজমুল আজীজ” ও পাঠাগার পরিচালনা কমিটিবৃন্দ, পাঠাগার সদস্য,পাঠক,গুণিজন, ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কেক কেটে এ আয়োজন উদযাপন করা হয়।
এসময় পাঠাগার প্রতিষ্ঠাতা “আজমুল আজীজ” বলেন, আজ থেকে দশ বছর আগে সমাজে শিক্ষার মানোন্নয়ন ও মাদকাসক্ত মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকার যুবক,গুণিজন, ও শিক্ষানবিশ ব্যক্তিদের নিয়ে ‘অধরা পাঠাগারের’ শুভ জয়যাত্রা শুরু হয়।
প্রথমে টিনের একটি (অস্থায়ী) ঘরে এর কার্যক্রম শুরু হয়।
নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পাঠাগার টিকিয়ে রাখার সংগ্রাম নেহাত কম কিছু ছিলনা, তবুও আমি হতাশ হয়নি, সমাজে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি নৈতিক বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে কি ভাবে পাঠাগার ভুমিকা রাখতে পারে সে চেষ্টায় দিন রাত পার করছি।
প্রায় ‘দশ লক্ষ’ টাকা খরচ করে টিনের পাঠাগার বিল্ডিংয়ে পরিনত করেছি। পাঠকের চাহিদা অনুযায়ী বই সরবরাহ ও মনোরম পরিবেশে পাঠকদের অধ্যায়ন নিশ্চিতকরণ করছি। পাঠাগার রেজিষ্ট্রেশনের কার্যক্রম চলমান, আশাবাদী অতি দ্রুতই রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে। প্রশাসন সহ সকলের নিকট আকুল আবেদন, আমাদের পথচলায় আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করছি।