গোপালগঞ্জে হত্যা,অস্ত্র,ডাকাতি ও মাদক সহ ৩৩ মামলার আসামী রনি সিকাদরকে ওরফে মুতকুরা রনি(৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৩ অক্টেবর)রাতে শহরের বীণাপাণি স্কুল এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর)১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত রনি গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার মাসুদ সিকদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)মীর মোঃ সাজেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত রনি সিকদার ওরফে মুতকুরা রনি সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে একটি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা ছাড়াও ২টি ডাকাতি, ৩টি চাঁদাবাজি, মারামারি মামলা ১০ টি এবং মাদক মামলা রয়েছে ১৬টি। তাকে আজ বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ