বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হিজলা উপজেলা শাখার উদ্যোগে দলটির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। আজ সকাল ১০টায় উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা যুবদল কতৃক আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন।। মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহির রায়হান, হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল,সদস্য সচিব মোহাম্মদ দুলাল সরদার, , ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
উদ্ভোদন অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন হিজলা উপজেলা যুবদলের সদস্য সচিব আমির বাঘা ও সিনিয়র যুগ্ম আহবায়ক মতিন তালুকদার।