ঢাকার মুল হতা নাহিদ ও মিল্কব্যরাকের সামনে কাজী অফিসের মালিক বিবাহ রেজিস্ট্রার সাহাবুদ্দিন বহু দিন যাবত এই চক্রটি সহজ সরল মানুষকে প্রতারনা ফাঁদে ফেলে হয়রানি করে ।গত ২৫ অক্টোবর বাংলা বাজারের এক বাসায় বসে অবৌধ জিনিস আদান-প্রদান করার মিডিয়া সাহাবুদ্দিন বিবাহ রেজিস্ট্রার ও নাহিদ কাজী কাবিন লেখক সাহাবুদ্দিনের ঘনিষ্ঠ বন্ধু, নাহিদ ও অন্যান্য সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন এবং রাজশাহীর নাহিদ টক্কর ব্যবসায় করে আসছে এরদের সাথে নাহিদের স্ত্রী উপস্থিত ছিলেন,গতকাল অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা গেছে এই রকম একটা অবৈধ লেন দেন হয়।
ওইখানে সকলের মধ্যে উপস্থিত কাবিন লেখক সাহাবুদ্দিন ছিলেন, হঠাৎ সে মাগরিবের নামাজের অজুহাত দিয়ে নামাজে যায়,কিন্তু হঠাৎ করে শাহাবুদ্দিন বলে আমি নামাজ বাসা পড়ে আসিতেছি , উপস্থিত একজন বলে আপনি কাজটা শেষ না করে নিজের যাওয়া ঠিক হবে না।
নামাজ পড়ে চলে যান পরে হঠাৎ কয়েক মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এসে বিষয়টি অনেক ধরনের পর্যবেক্ষণ,তবে এই নাহিদ ও শাহাবুদ্দিন লেবাসধারী ম্যাগনেট টক্কর যত প্রকারের ২ নাম্বারী ব্যবসা আছে সব কিছুর জড়িত এদেরকে আইনের আওতায় আনা হোক।
একজন কে গ্রেফতার করে নিয়ে যায় পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পথের থেকেই ছেড়ে দেন। সাহাবুদ্দিন একজন মিল্ক ভিটার অপর পাশে কাজী অফিস আছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সবিনয় নিবেদন অনুরোধ এদের কে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা উচিত!