রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ। গত ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ এদিনই সংগঠিত হয়েছিল।
আজ ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভা উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ও রুহিয়া থানা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য বৃন্দ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন মোঃ আব্দুল রশিদ আমীর জামায়াতে ইসলামী রুহিয়া থানা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা ও উপজেলা ভাইস চেয়ারম্যান (সাবেক) সদর উপজেলা ঠাকুরগাঁও জনাব মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সহকারী সেক্রেটারি জনাব মোঃ কফিল উদ্দিন আহম্মদ।
এছাড়াও বক্তব্য রুহিয়া থানা শাখার জামায়াতে ইসলামীর সদস্য বৃন্দ।