রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা সাব-রেজিস্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে। অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখক সমিতি।জানা যায়, ৭ আগস্ট গঙ্গাচড়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে যোগদান করেন রিপন চন্দ্র মন্ডল। এর আগে তিনি দিনাজপুরের বীরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত ছিলেন। বীরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত থাকা অবস্থায় রিপন চন্দ্র মণ্ডল দীর্ঘদিন যাবৎ ঘুষ গ্রহণ ও বিভিন্নভাবে লোকজনকে হয়রানি করে আসছিলেন।হয়রানির শিকার ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়া এলাকার নুরু মিয়ার ছেলে মিজানুর রহমান দুদকের হটলাইন নম্বর ১০৬-এ কল করে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে দিনাজপুর জেলা দুনীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক মো. কামরুন নাহার সরকার, সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান ও উচ্চমান সহকারী মো. শাহজাহান আলী সমন্বয়ে একটি তদন্ত দল সাবরেজিস্ট্রি অফিসে যান। এ সময় দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িত সাব-রেজিস্ট্রারের তল্লী বাহক নকল নবিশ সুমন চন্দ্র রায় ও রশিদসহ আরও কয়েকজন প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি সরিয়ে ফেলেন এবং রিপন মণ্ডলের কামরায় তালা ঝুলিয়ে আত্মগোপন করেন। তখন দুদকের তদন্তকারী দল ওই রুমের তালা ভেঙে প্রবেশ করে সাবরেজিস্ট্রার রিপন মণ্ডলকে দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, প্রাথমিক তদন্তে সাবরেজিস্ট্রার রিপন চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে আনীত ঘুষ-দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুয়া দলিল করতে মাঠ পরচা ও নামজারি থাকার পরেও বাঁটোয়ারা দলিলের অজুহাতে ৭ হাজার টাকা ঘুষ নিয়ে দলিল রেজিস্ট্রি করার তথ্য পাওয়া গেছে।২৪ জুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে বদলি হয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যোগদান করেন। ৭ আগস্ট গঙ্গাচড়ার সাব রেজিস্ট্রার অফিসে যোগদান পর থেকে সাব রেজিস্ট্রার দলিল লেখকগণকে প্রত্যেকটা দলিলে আইনের বিভিন্ন অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন । তাকে টাকা দিলে দলিল হয় আর না দিলে দলিল হয় না। এতে দলিল লেখকরা প্রতিবাদ করলে তাদেরকে লাইসেন্স বাতিলের হুমকি প্রদান করা হয় । দলিলে কোন প্রকার ত্রুটি না থাকলেও সাব রেজিস্টার তা কৃত্রিম সংকট তৈরি করে ত্রুটি বের করে দলিল লেখকদের নিকট ঘুষ দাবি করেন। মূলত তিনি ঘুষ বাণিজ্য করার জন্যই এ ত্রুটি বের করেন। ২৯ অক্টোবর গঙ্গাচড়া সাব রেজিস্ট্রার রিপন চন্দ্র মন্ডলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখক সমিতি।মানববন্ধনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন দলিল লেখক সমিতির সভাপতি চাঁদ সরকার।এ ব্যাপারে সাব রেজিস্টার রিপন চন্দ্র মন্ডলের সাথে যোগাযোগ করার জন্য অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোন যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠানোর পরও কোন সাড়া মেলেনি।