ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও সমবায় সঙ্গীত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(২ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ হল মিলানায়তন রুমে এ আলোচনা সভার আয়োজন করে।
সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজাহারুল হক’র সভাপতিত্বে ও উপস্থাপনায় সহকারী শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিকী।শুরুতে কোরান তেওয়ালাত করেন,উপজেলা মসজিদের মোয়াজ্জেম ইব্রাহিম মোল্লা,গীতা পাঠ গ্রাম বাংলা সমিতি কর্মী সুব্রত বিশ্ব।
স্বাগতিক বক্তব্য মাজহারুল হক বলেন, দুগ্ধ খামার ঋণ প্রকল্পে এক কোটি চুরাশি লক্ষ পাঁচ হাজার টাকা বিতরণ।আদায় এক কোটি সাইত্রিশ লক্ষ দুই হাজার আদায়ে হার ৭৪%,সমবায় ৩ টি আশ্রয়ন প্রকল্পে ১ টি ৩০ লক্ষ ৫০ হাজার,আদায় ২৩ লক্ষ টাকা আদায় হার ৭৬%,প্রাথমিক সমবায় সমিতি ১২০ টি,গ্রাম বাংলা সমিতিকে শ্রেষ্ঠ পুরস্কার ও বিশেষ দিক হলো সরকারী কোষাগারে অডিট ফি জমা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন,থানা অফিসার ইনচার্জ( ওসি) হারুন অর রশিদ,বন কর্মকর্তা মো.শেখ লিটন,গ্রাম বাংলা সমবায় সমিতি সভাপতি রেজওয়ান আহমেদ,উম্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, প্রেসক্লাবে সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল,সাবেক মহিলা ইউপি সদস্য সদর ইউনিয়ন মর্জিনা বেগম।কলমীলতা সমবায় সভাপতি মনিরুল ইসলাম। আয়োজনে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন সমবায় বিভাগ।