চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নীলফামারী জেলার ডিমলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ডিমলা (সিইউএডি) এর দ্বিতীয় পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৪-২৫) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস. এম. আশিফ রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইইআর বিভাগের শাহজালাল শাহীন।
গত ২ নভেম্বর ২০২৪ শনিবার,উপদেষ্টা মন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন,সহ সভাপতি -শফিকুল ইসলাম,শাহেনশাহ ইবনে নুর,রানা মিয়া; সহ সাধারন সম্পাদক- রফিক ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক-এ কে কায়েস,রায়হান ইসলাম; সাংগঠনিক সম্পাদক- রবিউল ইসলাম; সহ সাধারন সম্পাদক – দিপ্তী রায়,হোসেইন মোঃ আনোয়ার; অর্থ সম্পাদক- কাজী মোঃ নওরোজ আমিন; উপ অর্থ সম্পাদক -মুকুল চন্দ্র রায়; দপ্তর সম্পাদক – সুশান্ত রায়; উপ দপ্তর সম্পাদক- মাসুম আল হাসান তোহা; প্রচার সম্পাদক – সাব্বির রশিদ নোমান;উপ প্রচার সম্পাদক-রিয়াদ সরকার; পরিবেশ বিষয়ক সম্পাদক – আব্দুল্লাহ আল মোমিন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক -নিশাত হোসেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রেজওয়ানা,অনিক,সৌরভ,মেহেদী ,রাজু ,জহুরুল,মারুফ,গোলাম মোস্তফা,।
নতুন কমিটির সভাপতি আশিফ বলেন ,”ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকলের প্রতি যারা বিশ্বাস রেখেছেন আমার প্রতি। দেশের অপর প্রান্ত থেকে চট্টগ্রামে পড়তে আসা আমার ভাই ও বোনেরা যাতে সর্বোচ্চ সহযোগিতা পায় সেই উদ্দেশ্য কাজ করতে আমাদের কিছু ব্যতিক্রমী কর্মপরিকল্পনা রয়েছে। সংগঠনকে অগ্রজদের দেখানো পথে আরো সুন্দর অবস্থায় যেন নিয়ে যেতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।“
সাধারন সম্পাদক শাহীন বলেন," গুরুত্বপূর্ন এই দায়িত্ব প্রদান করায় সকলের প্রতি কৃতজ্ঞতা।আমাদের প্রানের সংগঠন এর প্রসারে, সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।“
এছাড়াও উপদেষ্টা রেজাউল রাকিব নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন,"নবীনদের আগমনে উন্মোচিত হোক সুন্দর ভবিষ্যৎ।আগামীর প্রজন্ম গড়ে উঠুক নেতৃত্বের ভূমিকায়।“
উল্লেখ্য, সিইউএ ডি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।মূলত ডিমলা উপজেলার বর্তমান ও প্রাক্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা ও উৎসাহ প্রদানে কাজ করে। এছাড়া অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি,ভর্তি পরবর্তী দিক নির্দেশনা,চান্স প্রাপ্তদের সংবর্ধনা সহ নানাবিধ শিক্ষা কার্যক্রম সম্পাদন করার উদ্দেশ্য সংগঠন গঠন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ