বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৯ ঘন্টায় ৩০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ০৭ টি কাঠের বোট ও ৫০ কেজি ইলিশ মাছ সহ ৭৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোষ্ট গার্ড।
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে গত ১৩ ই অক্টোবর হতে ৩রা নভেম্বর ২০২৪ পর্যন্ত সর্বমোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ৩রা নভেম্বর ২০২৪ তারিখ ভোর ৫ টা হতে দুপুর ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হিজলা কতৃক বরিশাল জেলার হিজলা উপজেলাধীন মেঘনা নদী ও তৎসংলগ্ন এলাকায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ৩০ লক্ষ মিটার ব্যাবহার নিষিদ্ধ কারেন্ট জাল, ০৭ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫০ কেজি মা ইলিশসহ ৭৮ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত জাল উপ - প্রকল্প পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর ঢাকা জনাব মোঃ নাসির উদ্দীন এর উপস্থিতি আগুনে পুরিয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এছাড়াও আটককৃত ৭৮ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার( ভুমি) ইয়াসিন সাদেক ও নির্বাহী ম্যাজিস্টেট হিজলা এর নিকট হস্তান্তর করা হয়েছে দাবী করে সংবাদমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ