শিরোনাম:
গোপালগঞ্জে কাশিয়ানী বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। হিজলায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় আ’লীগ নেতাকর্মীর নামে মামলা করায় বিএনপি নেতাকে হত্যার করে নদীতে ফেলে দেওয়ার হুমকি  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বোয়ালমারীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ গোপালগঞ্জে কাশিয়ানীতে ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে সংঘর্ষ: আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত নওগাঁর বদলগাছীতে আওয়ামীলীগের ৪০ জনের নামে বিস্ফোরক মামলা:গ্রেফতার -৩ উদ্বোধনীর একদিন পরেই বোয়ালমারীতে বিএনএম’র অস্থায়ী কার্যালয় ভাঙচুর

নওগাঁর বদলগাছীতে আওয়ামীলীগের ৪০ জনের নামে বিস্ফোরক মামলা:গ্রেফতার -৩

সুবীর দাস নওগাঁ প্রতিনিধি:-
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
8.8kভিজিটর

নওগাঁর বদলগাছীতে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে এঘটনায় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মী  নামে বিস্ফোরক মামলা করা হয়েছে। এ ঘটনায় বদলগাছী থানা পুলিশ অভিযান চালিয়ে বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার( ৫নভেম্বর) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ  করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার্স ইনচার্জ(ওসি) শাহজাহান আলী।

এর আগে সোমবার (৪নভেম্বর) রাত সাড়ে ৭টার সময় উপজেলার গোবরচাপা হাটে সরকারী প্রাথমিক বিদ্যালযের মূল ফটকের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার পরপরই ওইদিন উপজেলা বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবী করে। 

বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয়রা জানান,সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে দুটি মাইক্রোবাস আসছিল।

 মাইক্রোবাসটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে এবং জয় বাংলা স্লোগান দেয়া হয়েছে বলেও তারা জানান।

ওসি শাহজাহান আলী বলেন,সোমবার উপজেলার গোবরচাপা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামীলীগ ও এর সহযোহী সংগঠনের এজাহারভুক্ত  ৪০ জন নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ৮০-১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

এঘটনায় উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাবর আলী ,হাকিম ও ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে।তারা সকলে উপজেলা আওয়ামীলীগের সাথে সক্রিয়। দুপুরের পর আসামীদে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x