শিরোনাম:
গোপালগঞ্জে কাশিয়ানী বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। হিজলায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় আ’লীগ নেতাকর্মীর নামে মামলা করায় বিএনপি নেতাকে হত্যার করে নদীতে ফেলে দেওয়ার হুমকি  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বোয়ালমারীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ গোপালগঞ্জে কাশিয়ানীতে ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে সংঘর্ষ: আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত নওগাঁর বদলগাছীতে আওয়ামীলীগের ৪০ জনের নামে বিস্ফোরক মামলা:গ্রেফতার -৩ উদ্বোধনীর একদিন পরেই বোয়ালমারীতে বিএনএম’র অস্থায়ী কার্যালয় ভাঙচুর

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

মেহেদী হাসান আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
6.6kভিজিটর

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমতলীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হামিম খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম সিকদার,বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস খান,আমতলী সরকারি কলেজ ছাএদলের সদস্য সচিব মনির ডাকুয়াসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

এ সময় সভার সভাপতি উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন বলেন, আজকের এই প্রোগ্রাম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের দাবি হলো আমতলী উপজেলা বিএনপির নেতৃত্বে জালাল উদ্দিন ফকির’র কোন বিকল্প নেই। তার বহিস্কারদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবীও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x