ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামে আশ্রায়ণ-২ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান পালিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ১১.৩০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন।
বক্তারা বলেন,পিছিয়ে পড়া এই মানুষগুলোর দক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও ভাগ্যন্নয়নে এ প্রশিক্ষন অত্যন্ত গুরুত্ব বহন করবে। তাছাড়া জীবিকা নির্বাহের মাধ্যমে পারিবারিক স্বচ্ছলতা আনতে ব্যাপক ভূমিকা রাখবে।
১০ দিন ব্যাপী কৃষি, মৎস্য, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক আত্বকর্মসংস্থান সৃষ্টি,দক্ষ জনগোষ্ঠী তৈরী ও বেকারত্ব দুরীকরনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান,মহিলাট বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান সাইফুল ইসলাম।