চবিতে সফলভাবে অনুষ্ঠিত হলো বই বিনিময় উৎসব ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ মাসুদ রানা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
10.1kভিজিটর

আজ, ১২ই নভেম্বর ২০২৪, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন “প্লাস্টিকের বিনিময়ে বই” এর আয়োজনে জিরো পয়েন্টে অনুষ্ঠিত হলো “বই বিনিময় উৎসব।” এই উৎসবে শিক্ষার্থীরা নিজেদের পুরোনো বই বিনিময়ের মাধ্যমে বইয়ের প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক আশিফ রায়হান। সভাপতি মোবারক হোসেন বলেন, “আমরা যখন পরিবেশ রক্ষার কথা ভাবি, তখন প্লাস্টিকের অপব্যবহার রোধ করা ও পুনর্ব্যবহারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করি। এই বই বিনিময় উৎসব পরিবেশ রক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি দৃঢ় করার একটি নতুন উদ্যোগ।”

সাধারণ সম্পাদক আশিফ রায়হান জানান, “বই বিনিময়ের মাধ্যমে আমরা একদিকে যেমন পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিচ্ছি, অন্যদিকে বইয়ের সাথে ভালোবাসার একটি বন্ধন তৈরি করছি। আশা করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তুলবে।”

বিভিন্ন বিভাগের ও বয়সের শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন। পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, “এখানে এসে পরিবেশের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। বইয়ের বিনিময়ে বই পাওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতার এমন একটি উদ্যোগকে সমর্থন করতে পেরে ভালো লাগছে।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমি আক্তার বলেন, “একদম নতুন এই আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিবেশ রক্ষার এমন সুন্দর উদ্যোগে আরও অনেকেই অংশ নেবে বলে আশা করছি।”

সবার অংশগ্রহণে জিরো পয়েন্টে জমজমাট এই উৎসব সফলভাবে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরা আরও বেশি পরিবেশবান্ধব হওয়ার জন্য অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x