গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২০টি বাড়িঘর, দুটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও দুটি গরু লুট হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম উজ্জ্বল জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত ১০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ফতেপট্টি গ্রামের তারা মোল্লা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনও পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ