চট্টগ্রামের বোয়ালখালীতে ৩’শ লিটার চোলাইমদসহ নুর বক্স (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার কানুনগোপাড়া পোষ্ট অফিস রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর বক্স ৯ নং আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা বাদামতল এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ বলেন, মদ উদ্ধারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নূর বক্সসহ ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ