যামিনীর তন্দ্রা নীরব বিষাদ
চোখ এঁকে যাচ্ছে তোমাকে।
খুবই ইচ্ছা করছে তোমাকে বলার
মানিয়ে নিতে পারি না তোমার শূন্যকে!
টোইটুম্বুর ভেজা চোখ সিক্ত এই শহরে,
আকাশের দিকে তাকিয়ে দেখি শুধু তোমারই প্রতিচ্ছবি!
কখনোই মানিয়ে নিতে পারি না বেহায়া হৃদয় কে !
করুণা করে হলেও এসো
দিয়ে যাও অবিনশ্বর অনুরাগের ছোঁয়া!
আমাকে একটু পাশে না-ও তোমার
ভিষণ পাশে!
একটু কথা বলার তীব্র বাসনা হয়
আমার দম বন্ধ হয়ে আসে।
এই নক্ষত্র কেবল তোমারি
তুমি হলেই হবে
মহাবিশ্বে পরিপূর্ণতার ঠাই!
একটু মুক্ত করো তুমি
দাবানলে অনলে পুড়ে ছাই।
একটু কথা বলো আমার সাথে,
মুছে দাও অগ্নির জ্বালাতন ,
স্বপ্নের ঘরে বিষাদে ভীষণ আঁকছে!
আর বোধহয় হবে না দেখা,
ঘর বাঁধা, হবে না তোমায় পাওয়া!