১৭ নভেম্বর হুফফাজুল কোরআন ফাউন্ডেশন হিজলা উপজেলা শাখার উদ্যোগে কাউরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাসিমুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, হিজলা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব মোঃ দুলাল সরদার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
৫ ক্যাটাগরিতে ২২ টি মাদ্রাসার ১ শত ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২০২৪ সালের কোরআন প্রতিযোগিতায় ১ শত ২৯ জনের মধ্যে সাতজনকে বাছাই করা হয়। বিজয়ী সাত জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
বাছাইকৃতদের কুরআন প্রতিযোগিতায় জেলায় অংশগ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে। বক্তারা বলেন এ ধরনের কোরআন প্রতিযোগিতা হিজলায় এই প্রথম অনুষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় কাউরিয়া বন্দর ব্যবসায়ী ও মসজিদ কমিটি।